ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়ে ঝাড়ুমিছিল

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবি জানিয়ে প্রতিহতের ঘোষণা দিয়ে ঝাড়ুমিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। সোমবার রাত পৌনে ৮টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা ঝাড়ু নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা বিএনপির সম্মেলন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়ে ঝাড়ুমিছিল

 

গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক পক্ষ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি নিলেও অপর পক্ষের বিরোধিতার জেরে দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি। গত ২২ জানুয়ারি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার আ জ ম মোরশেদ আল মামুন স্বাক্ষরিত জেলা বিএনপির দলীয় প্যাডে গণবিজ্ঞপ্তিতে আগামী ১ ফেব্রুয়ারি সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

এর প্রতিবাদে রবিবার শহরে মশাল মিছিল করেছে‌ন একাংশের নেতাকর্মীরা। সোমবার রাতে একই দাবিতে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে হাজারো নেতাকর্মী নিয়ে ঝাড়ুমিছিল বের করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত।

জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বড় একটি অংশ এক পক্ষে। তারা দুজনই জেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য। আহ্বায়ক আবদুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে আরেক পক্ষ সক্রিয়। প্রায় দুই বছর ধরে উভয় পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছেন।

জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আব্দুল মান্নান এবং সদস্যসচিব সিরাজুল ইসলাম আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করেছেন। এ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ও কেন্দ্রীয় কমিটি এবং বিভাগীয় কমিটির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ নিয়ে গত দুদিন ধরে শহরে মাইকিং করা হচ্ছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আজ ঝাড়ুমিছিলে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থকরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মাঈনু্ল ইসলাম চপ্পলসহ দলের নেতাকর্মীরা।

গোলাম সারোয়ার খোকন বলেন, ‘আমরা রবিবার মশাল মিছিল করেছি। আজকে সারা ব্রাহ্মণবাড়িয়ায় আমরা ঝাড়ুমিছিল করেছি। আমাদের এই দলের প্রতিপক্ষ যাদের দলে আওয়ামী লীগ আছে, তাদের দিয়ে কোনও সম্মেলন আমরা হতে দেবো না। এই সম্মেলন বন্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শফিকুল ইসলাম বলেন, ‘যদি সম্মেলন হয়, তাহলে আমাদের মতো হাজার হাজার তৃণমূল নেতাকর্মী পদবঞ্চিত হবে। আমরা সবার স্বার্থে এই সম্মেলন চাই না। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। এই সম্মেলন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। সম্মেলন হতে দেবো না আমরা।’

মাইনুল হোসেন বলেন, ‘একজন সাবেক ছাত্রলীগ কর্মী জেলা বিএনপির নেতৃত্ব দেবে সেটি আমরা তৃণমূল বিএনপি কখনও মেনে নিতে পারি না। আমরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের পক্ষে আন্দোলন চালিয়ে যাবো। আমরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি সুষ্ঠু জেলা সম্মেলন চাই। সম্মেলনের নামে হাসিনা মার্কা ডামি সম্মেলন তৃণমূল বিএনপি কখনও মেনে নেবে না। আমরা রাজপথে এর ফয়সালা করবো।’

 

আরও দেখুনঃ

Leave a Comment