আমাদের আজকের আলোচনার বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার জনপ্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার জনপ্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন ১,৯২৭.১১ বর্গ কিলোমিটার (৪,৭৬,১৯৯ একর)। চট্টগ্রাম বিভাগের সর্ব-উত্তরে ২৩°৩৯´ থেকে ২৪°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪৪´ থেকে ৯১°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ জেলার অবস্থান। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও নারায়ণগঞ্জ জেলা।
প্রাচীন আমলে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ভূখণ্ড প্রাচীন বাংলার সমতট জনপদের একটি অংশ ছিল। বারো ভূঁইয়াদের নেতা ঈসা খাঁর জন্ম হয় বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল অঞ্চলে। পরবর্তীতে তিনি সরাইল পরগনার জমিদারি লাভ করলে এই অঞ্চলে তার প্রথম রাজধানী স্থাপন করেন।

| # | শিরোনাম | পদবি | ই-মেইল | মোবাইল | |
| জনাব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন | সংসদ সদস্য | brahmanbaria.1@parliament.gov.bd | ######## | ||
| ২ | যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী | সংসদ সদস্য | brahmanbaria.3@parliament.gov.bd | ######## | |
| ৩ | জনাব এ বি তাজুল ইসলাম | সংসদ সদস্য | brahmanbaria.6@parliament.gov.bd | ######## | |
| ৪ | জনাব মোহাম্মদ এবাদুল করিম | সংসদ সদস্য | brahmanbaria.5@parliament.gov.bd | ######## |

| ৫ | জনাব আনিসুল হক | সংসদ সদস্য | brahmanbaria.4@parliament.gov.bd | ######## | |
| ৬ | জনাব আবদুস সাত্তার ভুঞা | সংসদ সদস্য | brahmanbaria.2@parliament.gov.bd | ######## | |
| ৭ | যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার | জেলা পরিষদের চেয়ারম্যান | zpb.baria@gmail.com | ######## | |
| ৮ | মিসেস নায়ার কবির | পৌরসভার মেয়র | ######## |

আরও দেখুনঃ
১ thought on “ব্রাহ্মণবাড়িয়া জেলার জনপ্রতিনিধি”