ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান।

ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান:-

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাক্ষরতার হার ৪৫.৩%। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে। এ জেলায় ৪১টি কলেজ, ৩টি কারিগরী, ৮৯৭টি প্রাথমিক বিদ্যালয়, ১৮২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি ল’কলেজ, ১টি নার্সিং ইন্সটিটিউট, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল, ১টি পলিটেকনিক ইন্সটিটিউট, ১টি পিটিআই রয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান
সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু – ব্রাহ্মণবাড়িয়া জেলা

 

উচ্চ-বিদ্যালয়

  • বগইর মডেল স্কুল এন্ড কলেজ
  • কামাউড়া শহিদ স্মৃতি হাই স্কুল
  • নাটঘর উচ্চ-বিদ্যালয়
  • ভুরভুরিয়া আদর্শ উচ্চ-বিদ্যালয় এন্ড কলেজ
  • অন্নদা সরকারি উচ্চ-বিদ্যালয়
  • মুকুন্দপুর উচ্চ-বিদ্যালয়
  • গভ.মডেল গার্লস হাই স্কুল,ব্রাহ্মণবাড়িয়া
  • হাবলাউচ্চ আদর্শ উচ্চ-বিদ্যালয়
  • বিষ্ণুপুর উচ্চ-বিদ্যালয়
  • নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ-বিদ্যালয়
  • কুণ্ডা উচ্চ-বিদ্যালয়
  • শাহবাজপুর বহুমুখী উচ্চ-বিদ্যালয়
  • সামছুল আলম উচ্চ-বিদ্যালয়
  • পানিশ্বর উচ্চ-বিদ্যালয়
  • বিটঘর রাধানাথ উচ্চ-বিদ্যালয়
  • সরাইল অন্নদা সরকারি উচ্চ-বিদ্যালয়
  • অরুয়াইল বহুমুখী উচ্চ-বিদ্যালয়
  • বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ-বিদ্যালয়, আখাউড়া
  • ঘাটিয়ারা উচ্চ-বিদ্যালয়
  • কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ-বিদ্যালয়
  • খাড়েরা মুহাম্মািয়া উচ্চ-বিদ্যালয়।
  • আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ-বিদ্যালয়।
  • বুগীর ডাঃ হাবিবুর রহমান উচ্চ-বিদ্যালয়
  • বাকাইল উচ্চ-বিদ্যালয়
  • কুটি অটল বিহারি উচ্চ-বিদ্যালয়।
  • কুটি বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • রছুল্লাবাদ ইউ.এ. খান উচ্চ-বিদ্যালয়।
  • জমশেরপুর উচ্চ-বিদ্যালয়।
  • রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ-বিদ্যালয়
  • ফতেহপুর কে জি (কমলকান্ত গুরুচরন) বহুমুখী উচ্চ-বিদ্যালয়
  • সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ উচ্চ-বিদ্যালয়
  • সলিমগঞ্জ বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • কামাউরা শহীদ স্মৃতি উচ্চ-বিদ্যালয়।
  • নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • নবীনগর সরকারি পাইলট উচ্চ-বিদ্যালয়
  • গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ-বিদ্যালয়।
  • গোপালপুর উচ্চ-বিদ্যালয়।
  • সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ-বিদ্যালয়
  • লাপাং উচ্চ-বিদ্যালয়।
  • নিয়াজ মুহম্মদ উচ্চ-বিদ্যালয়।
  • আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ-বিদ্যালয়।
  • ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ।
  • ভোলাচং উচ্চ-বিদ্যালয়।
  • ইব্রাহিমপুর উচ্চ-বিদ্যালয়।
  • উত্তর লক্ষীপুর উচ্চ-বিদ্যালয়।
  • রুপসদী বৃন্দাবন উচ্চ-বিদ্যালয়।
  • বীরগাও উচ্চ-বিদ্যালয়।
  • চরগ্রাম উচ্চ-বিদ্যালয়।
  • মান্দারপুর উচ্চ-বিদ্যালয়।
  • শিবপুর ইউনিয়ন উচ্চ-বিদ্যালয়।
  • শাহপুর জয়দুন্নেছা উচ্চ-বিদ্যালয়।
  • লালপুর এস.কে.দাস চৌধুরী উচ্চ-বিদ্যালয়।
  • এইচ.কে. আসমাতুন্নেছা উচ্চ-বিদ্যালয়।
  • শিমরাইল উচ্চ-বিদ্যালয়।
  • ব্রাহ্মণবাড়িয়া উচ্চ-বিদ্যালয়।
  • চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ-বিদ্যালয়।
  • সাতমোড়া উচ্চ-বিদ্যালয়।
  • শাহ রাহাত আলি উচ্চ-বিদ্যালয়।
  • আশ্রাফবাদ উচ্চ-বিদ্যালয়।
  • বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ-বিদ্যালয়
  • খাল্লা উচ্চ-বিদ্যালয়।
  • মাঝিহারা প্রেমোদিনি বালিকা বিদ্যালয়।
  • শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ-বিদ্যালয়।
  • আড়াইসিধা কে.বি.উচ্চ-বিদ্যালয়।
  • কালগোরা হাফিজ উল্লাহ উচ্চ-বিদ্যালয়।
  • বনলতা-বিপিন বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • তেজখালী ইউনিয়ন উচ্চ-বিদ্যালয়।
  • আকানগর এসইএসডিপি মডেল উচ্চ-বিদ্যালয়।
  • দশদোনা আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • আইয়ুবপুর ক্যাপটেন এবি তাজুল ইসলাম উচ্চ-বিদ্যালয়।
  • বাহেরচর আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • সালিমাবাদ আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • দড়িয়ারচর হাজী উমর আলী উচ্চ-বিদ্যালয়।
  • উজানচর কে.এন. উচ্চ-বিদ্যালয়।
  • ঘোরাদিয়া উচ্চ-বিদ্যালয়।
  • আবদুল্লাহপুর উচ্চ-বিদ্যালয়।
  • অলকবালী এ.এম.সি. উচ্চ-বিদ্যালয়।
  • দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • বালুসাইর উচ্চ-বিদ্যালয়।
  • নোয়াপাড়া আদর্শ বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • বালাপুর নবীন চন্দ্র উচ্চ-বিদ্যালয়।
  • ফরদাবাদ আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • নোয়াগাঁও উচ্চ-বিদ্যালয়।
  • চরগ্রাম উচ্চ-বিদ্যালয়।
  • বড়াইল হোসাইনিয়া উচ্চ-বিদ্যালয়।
  • বড়াইল উচ্চ-বিদ্যালয়।
  • শাহ্ ফরাসাত আলী উচ্চ-বিদ্যালয়।
  • তারুয়া বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • রামকানাই উচ্চ-বিদ্যালয়।
  • ইসলামপুর উচ্চ-বিদ্যালয়।
  • মাহাবুব মেমোরিয়াল উচ্চ-বিদ্যালয়।
  • সরাইল সদর উচ্চ-বিদ্যালয়।
  • কালীকাচ্চা পাঠশালা উচ্চ-বিদ্যালয়।
  • শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমী।
  • বারতলা উচ্চ-বিদ্যালয়।
  • দেওরা আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • সৈয়দা হোসনা আফজাল বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • মজলিসপুর উচ্চ-বিদ্যালয়।
  • জিল্লুর রহমান উচ্চ-বিদ্যালয়।
  • বোধাল উচ্চ-বিদ্যালয়।
  • অষ্টগ্রাম উচ্চ-বিদ্যালয়।
  • পুলিশ লাইন উচ্চ-বিদ্যালয়।
  • আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুল।
  • মহেশপুর উচ্চ-বিদ্যালয়।
  • সেন্ট্রাল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ।
  • উইসডম স্কুল এন্ড কলেজ।
  • বঙ্গবন্ধু উচ্চ-বিদ্যালয়।
  • বিজেশ্বর এ.মোমেন উচ্চ-বিদ্যালয়।
  • সানফ্লাওয়ার মডেল উচ্চ-বিদ্যালয়।
  • রামরাইল ঠিক.এন.দত্ত উচ্চ-বিদ্যালয়।
  • গোকর্নঘাট উচ্চ-বিদ্যালয়।
  • শোহাতা সরকারি বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • চান্দপুর তমিজ উদ্দিন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়।
  • চিনাইর আঞ্জুমান আরা উচ্চ-বিদ্যালয়।
  • সুলতানপুর উচ্চ-বিদ্যালয়।
  • বাসুদেব এম.এল. উচ্চ-বিদ্যালয়।
  • আহরন্দ মহিউদ্দননগর উচ্চ-বিদ্যালয়।
  • শাহ্ পীর কল্লা শহীদ উচ্চ-বিদ্যালয়।
  • আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • এন.কে.বি.ইউ.আর. উচ্চ-বিদ্যালয়।
  • নূরপুর উচ্চ-বিদ্যালয়।
  • মূলগ্রাম উচ্চ-বিদ্যালয়।
  • নেয়ামতপুর খন্দকার বশির উদ্দিন উচ্চ রাবিয়া উচ্চ-বিদ্যালয়।
  • খাড়েরা উচ্চ-বিদ্যালয়।
  • শহীদ স্মরণিকা উচ্চ-বিদ্যালয়।
  • বারাই উচ্চ-বিদ্যালয়।
  • চন্ডিদ্বার উচ্চ-বিদ্যালয়।
  • তালতলা আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • শাহপুর আফসার উদ্দিন উচ্চ-বিদ্যালয়।
  • কসবা পৌর উচ্চ-বিদ্যালয়।
  • সিরাজুল হক স্কুল এন্ড কলেজ।
  • রামপুর উচ্চ-বিদ্যালয়।
  • ষাইটশালা আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • কায়েমপুর আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • মুচাগোরা আদর্শ উচ্চ-বিদ্যালয়।
  • বাবুটিপাড়া বালিকা উচ্চ-বিদ্যালয়।
  • ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়।
  • ফুলতলী উচ্চ বিদ্যালয়।
  • শিকারপুর উচ্চ বিদ্যালয়।
  • চারগাছ এন.আই.ভূইয়া উচ্চ বিদ্যালয়।
  • সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয়।
  • আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়।
  • খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়,কসবা
  • কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মহাবিদ্যালয় (কলেজ)

  • ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ
  • ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ
  • ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ
  • চারগাছ এন আই ভূইয়া ডিগ্রী কলেজ।
  • আশুগঞ্জ সার কারখানা স্কুল এন্ড কলেজ
  • সুর সম্রাট আলাউদ্দীন খাঁ ডিগ্রি কলেজ
  • কালসার নাঈমা আলম মহিলা ডিগ্রি কলেজ
  • নাসিরনগর সরকারি কলেজ
  • কসবা টি.আলি বিশ্ববিদ্যালয় কলেজ
  • কসবা (কামালপুর) টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
  • নবীনগর সরকারি কলেজ
  • সরকারি আদর্শ মহাবিদ্যালয়, সৈয়দাবাদ
  • ফিরোজ মিয়া সরকারি কলেজ
  • আলীম উদ্দিন জোবেদা অনার্স কলেজ
  • ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ
  • বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য কলেজ
  • অরুয়াইল আবদুস সাত্তার কলেজ
  • মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ।
  • সলিমগঞ্জ কলেজ।
  • বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজ।
  • আলহাজ্ব বেগম নূরুন্নাহার কলেজ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান
গঙ্গাসাগর দিঘী – ব্রাহ্মণবাড়িয়া জেলা

 

মাদ্রাসা

  • নাটঘর ইসলামিয়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা
  • তালীমুস সুন্নাহ বালিকা মাদরাসা, ফুলবাড়িয়া
  • আল জামিয়াতুল ইসলামিয়া তাজুল উলুম তাহাফফুজে খতমে নবুয়ত
  • আল বাতুল মহিলা মাদ্রাসা
  • শিলাউর জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
  • আদমপুর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা আদমপুর,পত্তন,বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া
  • শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বিজয়নগর।
  • আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা
  • শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কসবা।
  • ঘাটিয়ারা আলিম মাদ্রাসা
  • পুরকুইল গাউছিয়া হাবিবিয়া ফাযিল মাদরাসা
  • জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
  • জামিয়া শারইয়্যাহ সিরাজুল উলুম, সিরাজবাগ, রহিমপুর
  • জামিয়া সিরাজিয়া দারুল উলূম ভাদুঘর মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া।
  • সোনার গাঁও জিলানীয়া আলিম মাদ্রাসা
  • কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • আজগর আলি দাখিল মাদ্রাসা।
  • রছুল্লাবাদ দাখিল মাদ্রাসা।

ভেটেনারি ইনস্টিটিউট ‘

ইনস্টিটিউট অফ লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজি, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।

আরও পড়ুনঃ

Leave a Comment