গ্রেফতার করলো পুলিশ ১৬ জন নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি

গ্রেফতার করলো পুলিশ ১৬ জন নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি,ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট প্রজেক্ট এলাকা থেকে দেশীয়-অস্ত্রসহ তাদের গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

 

 গ্রেফতার করলো পুলিশ ১৬ জন নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি

 

গ্রেফতার করলো পুলিশ ১৬ জন নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি

গ্রেফতাররা হলেন জেলা শহরের সরকারপাড়ার মো. ইমন মিয়া, পশ্চিম মেড্ডার প্রেম জয় (২৩), ভাদুঘরের মো. জাবেদ (৩০), উত্তর মৌড়াইলের ইতিহাস মিয়া (১৮), কান্দিপাড়ার পিয়াস মিয়া (৩২), কাজিপাড়ার রতন মিয়া (৩০), গোকর্ণঘাট এলাকার সুজন মিয়া, উত্তর মৌড়াইলের আদনান ইসলাম (২৭), কাজিপাড়ার মুন্না (২০), পশ্চিম মেড্ডার মোস্তাকিম (২০), উত্তর মৌড়াইলের আল আমিন (২০), উত্তর পৈরতলার মো. আল আমিন (৩৮), বিরাসারের রুবেল (৩০), কাজিপাড়ার সোলেমান (২২), সুহিলপুরের রোমান (১৯) ও হবিগঞ্জের মাধবপুরের মনতলার মো. রাসেল (২৩)।

গ্রেফতারদের মধ্যে পিয়াসের বিরুদ্ধে ২০টি, ইতিহাসের বিরুদ্ধে ১৩টি, মো. আল আমিনের বিরুদ্ধে ১০টি, সোলেমানের বিরুদ্ধে আটটি, রতনের বিরুদ্ধে সাতটি, আল আমিনের বিরুদ্ধে ছয়টি ও সুজনের বিরুদ্ধে দুটি মামলা চলমান।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ভোরে ডাকাতির প্রস্তুতিকালে ১৬ জনকে দেশীয়-অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে লোহা কাটার ব্লেড, রাম দা, চাপাতিসহ আরও বিভিন্ন দেশীয়-অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় মামলার পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 গ্রেফতার করলো পুলিশ ১৬ জন নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি

 

আরও পড়ুন:

 

১ thought on “গ্রেফতার করলো পুলিশ ১৬ জন নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি”

Leave a Comment