দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক | সারা সপ্তাহের খবর

দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক এর খবর দিয়ে শুরু করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক | সারা সপ্তাহের খবর

দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক | সারা সপ্তাহের খবর

 

দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক

সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে গ্রেপ্তার হওয়া তিন ভারতীয় নাগরিক কারাভোগ শেষে প্রায় ছয় মাস পর নিজ দেশে ফিরে গেছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দুই বছরেও শেষ হয়নি ৫৫ মামলার তদন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ভয়াবহ সহিংসতার দুই বছর পূর্ণ হয়েছে। সংগঠনটির নেতা-কর্মীরা ২৬ থেকে ২৮ মার্চ টানা তিন দিন জেলার ৫৮টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। সংঘর্ষে ১৫ জন নিহত হন। নাশকতার ঘটনায় করা ৫৭টির মধ্যে মাত্র ২টি মামলায় ২৯১ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বাকি ৫৫টি মামলার তদন্ত দুই বছরেও শেষ হয়নি।

সৌদি গিয়ে বিকেলে প্রাণ গেল রুক্কু মিয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির একজন ব্রাহ্মণবাড়িয়ার কসবার মো. রুক্কু মিয়া। ৭ লাখ টাকা ধার দেনা করে সোমবার (২৭ মার্চ) সকালে সৌদি আরব গিয়েছিলেন তিনি। আর বিকেলে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত রুক্কু মিয়া ওরফে মো. রূপ মিয়া কসবা উপজেলার কাইয়ুমপুর ইউপির ওমরপুর গ্রামের বাসিন্দা।

পেট্রোলের আগুনে প্রাণ গেল ভাবির

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দাররা গ্রামে কথা কাটাকাটির জেরে লতিফা বেগম (৪২) নামে এক গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন তার দেবর জালাল। এতে ওই গৃহবধূর  শ্বাসনালীসহ শরীরের ৫৫ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

পুকুর থেকে মিললো কসাইয়ের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে রাসেল (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের কাজিপাড়া দরগাহ মহল্লার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হামলায় চোখের কর্নিয়া হারিয়েছেন ব্যবসায়ী, অভিযুক্ত কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় সজিব কর্মকার (৩০) নামের এক ব্যবসায়ী চোখের কর্নিয়া নষ্ট হয়ে যাওয়ার মামলায় প্রধান অভিযুক্ত কেশব কর্মকারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিটঘরে শ্মশানের যায়গা ভূমি দস্যুদের দখলের প্রতিবাদে মানবন্ধন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর উত্তর পাড়া হিন্দু সম্প্রদায়ের দুই শত বছরের পুরনো শ্মশানের যায়গা দখল ও পুকুর থেকে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্প্রতিবার বিকালে এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লুক শ্মশানের সামনে জোরালু প্রতিবাদে ও মানববন্ধন করেছেন।

 

দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক | সারা সপ্তাহের খবর

 

তরমুজবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঝুমা নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝুমা মালিহাতা গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে।

আরও দেখুনঃ

১ thought on “দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক | সারা সপ্তাহের খবর”

Leave a Comment