ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পাল্টাপাল্টি অবস্থান, পেছাল সম্মেলন

বিএনপির পাল্টাপাল্টি অবস্থান – ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ২৮ ডিসেম্বর পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পাল্টাপাল্টি অবস্থান, পেছাল সম্মেলন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে দীর্ঘ ১২বছর পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

অন্য দিকে সম্মেলনের বিরোধীতা করে আসছে জেলা বিএনপির অপর একাংশের নেতারা। এর মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে।

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারনে সম্মেলনের তারিখ পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি করা হয়। এরআগে, আগামীকাল ২৮ ডিসেম্বর ঘোষিত সম্মেলনকে সফলের লক্ষ্যে তৎপর ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
সম্মেলনে ভার্চ্যুয়ালি ভাবে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন সফল করতে আটটি উপ-কমিটি গঠন করা হয়েছিল। সম্মেলন ঘিরে পুরো জেলা শহরসহ উপজেলা পর্যায়ে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা করা হয়।

Leave a Comment