সেই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশকে ছুরিকাঘাত করা,ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি মাদক সম্রাট সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
সেই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশকে ছুরিকাঘাত করা
সোমবার রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা দিয়ে অবৈধ সীমান্তপথে ভারতের ত্রিপুরারাজ্যে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।
আখাউড়া থানার ওসি জানান, সন্ধ্যার দিকে উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তঘেষা শিবনগর এলাকায় আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযানে গেলে সেখাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। এতে পুলিশের সদস্য মো. খায়রুল ইসলাম গুরুতর আহত হন।

এ ঘটনার পর আখাউড়া থানায় সোহেলকে প্রধান আসামি দিয়ে ৫৪জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।ওই মামলায় সোহেলসহ এ পর্যন্ত ৪১জনকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।
ওসি আরও জানান, পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম ঢাকায় উন্নত চিকিৎসাধীন আছেন বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন:
1 thought on “সেই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশকে ছুরিকাঘাত করা”