মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত বাঞ্ছারামপুরে

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ-হারিয়ে ২ জন নিহত বাঞ্ছারামপুরে,ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত বাঞ্ছারামপুরে

 

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত বাঞ্ছারামপুরে

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার আইয়ূবপুর গ্রামের মৃত জিলানীর ছেলে মো. নূরে আলম (৩২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রনি দাস (২৪)।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি বলেন, দশদোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালক নূরে আলম নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর রনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটারসাইকেল চালক মারা যান এবং আহত রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় সেও মারা যায়।

 

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত বাঞ্ছারামপুরে

 

আরও পড়ুন:

Leave a Comment