ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন ১,৯২৭.১১ বর্গ কিলোমিটার (৪,৭৬,১৯৯ একর)। চট্টগ্রাম বিভাগের সর্ব-উত্তরে ২৩°৩৯´ থেকে ২৪°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪৪´ থেকে ৯১°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ জেলার অবস্থান। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও নারায়ণগঞ্জ জেলা।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতিসৌধ অবকাশ – ব্রাহ্মণবাড়িয়া জেলা

 

ক্রমিক নং
জেলা প্রশাসকগণের নাম কার্যকাল
দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
জনাব মোঃ নিজাম উদ্দিন ১৫-০২-১৯৮৪ #######
জনাব এ,জেড,এম, শফিকুল ইসলাম ####### #######
জনাব খান শাহাব উদ্দিন ####### #######
জনাব খবির উদ্দির আহমেদ ####### #######
জনাব মোঃ আব্দুল মতিন ####### ১৫-১১-১৯৯৫
জনাব মোঃ গোলাম কিবরিয়া ২২-১১-১৯৯৫ ২৮-১০-১৯৯৬
জনাব একেএম ওয়াহেদুল ইসলাম ২৮-১০-১৯৯৬ ১৫-০৭-১৯৯৯
জনাব লুৎফুর রহমান ১৫-০৭-১৯৯৯ ২৯-০৩-২০০১
জনাব বদরুল আলম তরফদার ২৯-০৩-২০০১ #######
১০ জনাব মোঃ মোকসেদ আলী ####### ৩০-১১-২০০৩

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১১ জনাব মোঃ ইউনুসুর রহমান ৩০-১১-২০০৩ ২১-০৭-২০০৪
১২ জনাব মোঃ জহিরম্নল হক ২১-০৭-২০০৪ ২৩-০৪-২০০৫
১৩ জনাব মোহাম্মদ সাইদুর রহমান ২৩-০৪-২০০৫ ২১-০৯-২০০৬
১৪ জনাব মোঃ আলী আকবর ২১-০৯-২০০৬ ১৬-১১-২০০৬
১৫ জনাব সৈয়দ আহাম্মদ ছাপা ১৯-১১-২০০৬ ১৪-০৫-২০০৭
১৬ জনাব মোঃ আব্দুল হাই ১৪-০৫-২০০৭ ১৭-০৪-২০০৯
১৭ জনাব মোঃ হাইয়ুল কাইয়ুম ২৬-০৪-২০০৯ ২৬-০৪-২০১০
১৮ জনাব মোঃ আবদুল মান্নান ২৬-০৪-২০১০ ২০-১০-২০১২
১৯ জনাব নুর মোহাম্মদ মজুমদার ২১-১০-২০১২ ২৮-১২-২০১৩
২০ ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ২৮-১২-২০১৩ ১৯-০৯-২০১৬
২১ জনাব রেজওয়ানুর রহমান ১৯-০৯-২০১৬ #######

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
তিতাস নদী – ব্রাহ্মণবাড়িয়া জেলা

 

আরও পড়ুনঃ

১ thought on “ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ”

Leave a Comment