ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

 

২৪ সেপ্টেম্বর,মঙ্গলবার বিকালে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল ও পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে সরাইল থানাধীন সরাইল বিশ্বরোডে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করান। একদিন চিকিৎসার পর ওই অজ্ঞাত ব্যক্তি মঙ্গলবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গতকালকে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি মারা গেছে। ব্যক্তির পরিবারের কোনো খোঁজখবর মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানান, বৃষ্টির কারণে আগামীকাল(বৃহস্পতিবার) বেওয়ারিশ লাশের দাফনকাজ করা হবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment